মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ :
নরসিংদীর রায়পুরায় ভাই ভাই স্যানিটারি হাউজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরাঞ্চালের পাড়াতলী বাজারে ভাই ভাই স্যানিটারি হাউজের স্বত্ত্বাধিকারী হাজী নুরুল ইসলামের আমন্ত্রণে উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়াম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক।
এ সময় উপস্থিতি ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল মোতালিব, শ্রীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, ঠিকাদার ইমন হোসেন বারিক, পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মজনু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।