নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ : নরসিংদীর মাধবদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে মাধবদী পৌরসভার উদ্যোগে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে পৌর ভবনের সামনে মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, প্রকৌশলী মনিরুজ্জামান মনির, ১ নং ওয়ার্ড কাউন্সিলর বাবু পরিমল ঘোষ রঞ্জিত, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম জ্যোৎস্না,শাহানাজ বেগম, সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলার সভাপতি প্রফেসর শেখ আবুল হোসেন হানিফ।
এছাড়া ও উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আরমান, শহর আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, কাজী মোর্শেদ, মোজাম্মেল হোসেন, মজিবুর রহমানসহ মাধবদী পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সকল কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।