সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ :
মহান বিজয় দিবসে নরসিংদীর পলাশে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ ডিসেম্বর) সোমবার দুপুরে পলাশের উপজেলা আধুনিক পাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপজেলা যুব কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ এর স্থানীয় সাংসদ আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারহানা আলী, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন , ওসি তদন্ত মোহাম্মদ গোলমাম মোস্তফা, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, সাবেক পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবর্গ।
সংবর্ধনা শেষে ৪৭০ জন বীর মুক্তিযোদ্বা ও পলাশের ২০ জন সাংবাদিককে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়।