নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাধবদী শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় মাধবদী পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বিজয় স্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মেঃ মোশাররফ হোসেন প্রধান মানিক সহ দলীয় নেতাকর্মীরা।
এর পর মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দীন্ আহমেদ এর সভাপতিত্বে,আলোচনা করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মেঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন, মাধবদী শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আরমান, শহর আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, কাজী মোর্শেদ, মোজাম্মেল হোসেন, মজিবুর রহমানসহ মাধবদী পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সকল কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।