
সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ :
বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর পলাশে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পলাশ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে একই স্কুল মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী -২ পলাশের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। এসময় উপস্থিত পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীসহ মুক্তিযোদ্ধা ও পলাশে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ উপজেলার মুক্তিযোদ্ধা ও ২০ জন সাংবাদিকের হাতে জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড তুলে দেন।
বিকেলে পলাশ উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ একাদশ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধায় পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।