1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

৯৯৯-এ কল দিয়ে স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন স্ত্রী!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ২১৯ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯: ৯৯৯ নাম্বারে কল দিলে স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন গৃহবধূ সাথী বেগম (২৮)। পুলিশ যৌতুকলোভী স্বামী মো. সুজন মিয়াকে গ্রেফতারের পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার চরপত্তনী ভাংগা গ্রামের।

ওই গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে সুজন মিয়ার স্ত্রী নির্যাতনের শিকার সাথী বেগম জানান, বিয়ের পর তার স্বামী সুজনকে ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কয়েক বছর পর সুজন বিদেশে যাওয়ার জন্য আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এজন্য তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করা হতো। একপর্যায়ে নির্যাতনের হাত থেকে রেহাই পেতে তার (সাথী) পরিবার আবারও সুজনকে তিন লাখ টাকা পরিশোধ করেন। ওই টাকা দিয়ে সুজন ওমান গিয়ে তার (সাথী) খোঁজখবর রাখা বন্ধ করে দেন।

সাথী বেগম আরও জানান, সম্প্রতি সময়ে তার স্বামী সুজন শুন্যহাতে দেশে ফিরে আসেন। এরপর তার (সাথী) বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য শারীরিক নির্যাতন শুরু করেন। এ ঘটনার জেরধরে সোমবার দুপুরে নির্যাতনের একপর্যায়ে তার (সাথী) সকল কাপড় চোপড় পুরে ফেলে এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে হুমকি ও নির্যাতনের বিষয়টি সাথী বেগম ৯৯৯ নাম্বারে কল করে অবগত করেন।

হিজলা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বলেন, ৯৯৯ নাম্বার থেকে কল করে বিষয়টি আমাদের জানানোর পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ধারালো দাসহ সুজনকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে সুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD