আন্তর্জাতিক ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
বুধবার,১৮ ডিসেম্বর ২০১৯:
শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক করপোরেশন স্যামসাংয়ের বোর্ড চেয়ারম্যান লি স্যাং-হুনকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
আদালত তার বিরুদ্ধে শ্রমিকদের ইউনিয়ন করতে না দেওয়ার অভিযোগ ওঠে। স্যামসাং ইলেকট্রনিক্স মেরামত ইউনিট, স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে সবা কন্ট্রাক্ট শ্রমিকরা চেয়ারম্যান লিসহ আরও ২৫ জনকে অভিযুক্ত করে মামলা করেছিলেন।
এরই প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছেন। ২০১৩ সালে স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে কাজ করা কর্মীরা একটি ইউনিয়ন করতে চেয়েছিলেন। কিন্তু গ্রুপটির প্রধান কর্মকর্তারা তাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে।