সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ :
সারাদেশের ন্যায় মাঝারি শৈত্য প্রবাহের কবলে নরসিংদী। আজ ১৯ ডিসেম্বর সকালের দিকে নরসিংদী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। এর প্রভাবে জনজীবনে শুরু হয়েছে ভোগান্তি। যারা চার দেয়ালের বাহিরে কাজে বের হয়েছেন তাদের ভোগান্তি আরও বেশি। ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে গাড়ি চলাচল করছে ধীরগতিতে। বেলা বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে তাপমাত্রা। সাথে আছে কনকনে হিমেল হাওয়া।
আবাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ৭২ ঘন্টায় দেশের তাপমাত্রা আরও কমবে। পাশাপাশি ঘনকুয়াশা বাড়ার সম্ভাবনাও রয়েছে।