নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদী ফেমাস ইনস্টিটিউটে পথ শিশুদের মাঝ কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বেলা ২ টায় ফেমাস ইনস্টিটিউট হাই স্কুলের উদ্যোগে পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল বিশিষ্ট কবি ও লেখক অধ্যাপক আবু হানিফা।
আরও উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল জোসনা বেগম, নরসিংদী অক্সফোর্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আলামিন মিয়া,স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ এমরান হোসেন,সহকারী শিক্ষক মোঃ হেলাল মিয়া, মাধবদী মর্নিংসান স্কুলের সিনিয়র শিক্ষক ছালেম মিয়া, ইসমাইল হানিফ রেজুয়ান প্রমুখ। এসময় পথ শিশুরা কম্বল পেয়ে উচ্ছসিত হতে দেখা যায়।