শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন এর ছোট ভাই নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও বি ব্রাদার্স গ্রুপের পরিচালক জোনায়েদুল হক জুনুর সহধর্মীনির জনাজার নামাজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় এমপির নিজ বাড়ি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভুইয়া, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল,মরহুমার পিতা প্রাক্তন সিনিয়র শিক্ষক জালাল উদ্দীন, মরহুমার স্বামী জোনায়েদুল হক ভূইয়া জুনু, মরহুমার আত্মীয় আমীর হোসেন প্রমুখ। মরহুমার জানাজার নামাজে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদসহ নরসিংদী জেলা ও শিবপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই মরহুমার জন্য দোয়া করেন আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, আমিন..।উল্লেখ্য তিনি ১৮ ডিসেম্বর বুধবার বিকাল তিনটায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।