নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীতে পুলিশের অনুমতি না পাওয়ায় এ সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আযহারী আসতে পারবেনা বলে জানান সম্মেলন আয়োজক কমিটি।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) নরসিংদী সদরের বীরপুর এলাকায় ১১তম ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার।
এর আগে (১৮ ডিসেম্বর) বুধবার নরসিংদী প্রেসক্লাবের সামনে বিশ্ব সুন্নী আন্দোলন নরসিংদী শাখার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন থেকে মিজানুর রহমান আযহারীকে ইসলামের শত্রু আখ্যা দিয়ে তার উপস্থিতি বন্ধের দাবি জানানো হয়। তাদের পক্ষ থেকে জেলা পুলিশ বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে আইনশৃঙ্খলার অবনতির আশংকায় মিজানুর রহমান আযহারী ইসলামী মহাসম্মেলন যোগ দিতে অনুমতি দেওয়া হয়নি বলে জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান।
আয়োজক কমিটি জানান, একটি পক্ষের বিরোধিতা ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় মিজানুর রহমান আযহারী ইসলামী মহাসম্মেলন আসছেন না। তবে এ সম্মেলন অন্যান্য বক্তা দিয়ে চালিয়ে যাবেন বলে জানান তারা।