নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন -
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ :
অনেকটা হঠাৎ করেই পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
কিন্তু সময় পিছিয়ে আগামীকাল শনিবার বিকেলে দলের স্থায়ী কমিটির নেতাদের বৈঠকের পর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ব্রেকিংনিউজকে বিষয়টি জানিয়েছেন।
শায়রুল বলেন, ‘গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ২০ ডিসেম্বর বিকেল ৩টা ৩০মিনিটের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার ২১ ডিসেম্বর বিকেল ৫টায় এ কমিটির বৈঠক। বৈঠক শেষে হবে সংবাদ সম্মেলন।’
ঠিক কী কারণে আজকের সংবাদ সম্মেলন স্থগিত হলো- এ বিষয়ে জানতে চাইলে শায়রুল বলেন, ‘আগামীকাল যেহেতু স্থায়ী কমিটির বৈঠক, তাই ওই বৈঠকের পর এ সংবাদ সম্মেলন হবে। এ কারণেই আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।’
আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপির নেতারা যাবেন কিনা- সে বিষয়ে দলের কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।