সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪ দিন ব্যাপী ৩য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আসছেন এসময়ের জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি আমির হামজা।
রবিবার (২২ ডিসেম্বর) রাতে পৌর এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান বক্তার আলোচনা তুলে ধরবেন তিনি। এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ ও পলাশ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এসময় আরও আলোচনা তুলে ধরবেন সিলেট শাহাজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা ড. ফয়জুল হক, করতেতৈল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাকারিয়া হোসাইন আজাহারী, ডাংগার পুবালী একুরিয়া রিফাইনারী মসজিদ কমপ্লেক্সের ইমাম মুহাম্মদ আবু নাঈম।
আয়োজক কমিটি জানান, ৪দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ ৩য় দিন চলছে। কাল আমাদের এ মাহফিল শেষ হবে। ইতিমধ্যে সমাপনী দিনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময়ের জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি আমির হামজার আলোচনা শুনতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ মাহফিলে অংশ নিবে আমরা এমনটিই আশা করছি।