নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ :
গাজীপুরের কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যকরী কমিটির শীর্ষ পদে ইব্রাহিম খন্দকার পরপর দু’বার বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে মুভি বাংলা টিভির রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে পুনঃর্নির্বাচিত রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকালের আহাম্মদ আলী পেয়েছেন ৪ ভোট। এর ফলে রিপোর্টার্স ইউনিটির ২ বছরের কার্যকরী কমিটির শীর্ষ পদে রফিকুল ইসলাম রফিক পরপর দু’বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এ কে এম মিজানুল হক, কালীগঞ্জ পৌর আ.লীগের সভাপতি এস.এম রবিন হোসেন ও সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
আজ (২২ ডিসেম্বর) রবিবার কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ। ১৮ ভোটারের মধ্যে ১৮ জন ভোট প্রদান করেন।
ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন দেওয়ান। এ সময় ইব্রাহীম খন্দকারকে সভাপতি, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আজিজুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল কবির ও আব্দুর রহমান, সাধারন সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন পনির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আক্তার হোসেন,দপ্তর সম্পাদক মুহাম্মদ আরিফ হোসেন,কোষাধ্যক্ষ মুহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রচার ও প্রকাশনা মুহাম্মদ মাহাবুবুল আলম, কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন,রতন আকন্দ, মনির হোসেন ও সাধারন সদস্য আব্দুল গাফফার, আজগর আলী পাঠান, নূর মুহাম্মদ শেখ কাজল, খোরশেদ আলমকে নির্বাচিত ঘোষনা করেন।
ফল ঘোষণার পর ক্লাব সদস্যদের উদ্দেশে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, নবগঠিত কমিটি ক্লাবের উন্নয়নে ধারা অব্যাহত রাখার পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাব।
এদিকে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম খন্দকার ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক নির্বাচির হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এ কে এম মিজানুল হক, পৌর আ,লীগের সভাপতি এস এম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। কালীগঞ্জ প্রেস ক্লাব ও কালীগঞ্জ প্রেস সোসাইটির পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।