নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯:
সমৃদ্ধ সুস্থ সাংস্কৃতির পক্ষে আমরা এই স্লোগানে একধাপ এগিয়ে চলা আজকের ‘মনির খান সংঘ’ নরসিংদী জেলায় গত বছরের ন্যায় এই বছরও শতাধিক অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মনিরখান সংঘের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ সাথী সহ মনির খান সংঘে অনন্য সদস্যবৃন্দ। এসময় সবুজ সাথী বলেন আমরা সমাজের অসহায় মা বাবা ভাই বোন ও ঝড়ে পড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের কে নিয়ে কাজ করাই হল আমাদের মূল লক্ষ,আমরা আমাদের সংগঠনের মধ্যে দিয়ে সমাজকে আলোকিত করে এগিয়ে নিয়ে যেতে চাই।
এ আয়োজন ও সার্বিক সহযোগীতায় ছিলেন, শুক্করআলী সাধারণ সম্পাদ মনিরখান সংঘ প্রবাসি মালদ্বীপ জুয়েল সদস্য মনির খান সংঘ প্রবাসি মালদ্বীপ আলমগীর প্রচারক সম্পাদক মনির খান সংঘ,শুভ সরকার সদস্য মনির খান সংঘ।