সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক-
রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ :
আজ ২২ ডিসেম্বর রবিবার রাতে নরসিংদী জেলার দুটি স্থানে বক্তব্য রাখবেন এ সময়ের জনপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফতি আমির হামজা। নরসিংদী সদরের বদর পুর পশ্চিমপাড়া বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে ও পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা তুলে ধরবেন।এসময় প্রধান অতিথি হিসেবে বদরপুর পশ্চিমপাড়া বাইতুন জামে মসজিদে উপস্থিত থাকবেন বিআইডব্লিউটি-এর উপপরিচালক (প্রশাসন বিভাগ) আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া। করততৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী-২ পলাশের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।এ দুটি মাহফিলের আয়োজক কমিটির সদস্যরা জানান, আজ রাতে প্রধান বক্তা মুফতি আমির হামজা প্রথমে বদরপুর পশ্চিমপাড়া বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা শেষ করে করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা করতে উপস্থিত থাকবেন। আমরা আশা রাখি এ মাহফিলে আলোচনা শুনতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ মাহফিলে অংশ নিবেন।