নিজস্ব প্রতিনিধি। নরসিংদী প্রতিদিন-
সোমবার ২৩ ডিসেম্বর ২০১৯:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ডিসেম্বর) কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে পরিবেশ দূষন বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও পার্শিয়া সুলতানা প্রিয়ার নেতৃত্বে কমর উদ্দিন ব্রিকস (কে ইউ বি), কামাল উদ্দিন ব্রিকস ব্রিকস (৯৯১), মেসার্স ৩৩১ ব্রিকস (৩৩১), মেসার্স ৫৫৫ ব্রিকস (৫৫৫), মেসার্স আব্দুল হাই মেম্বার ব্রিকস কে ২ লক্ষ টাকা করে ৫ টি ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাাাম্যমা আদালত। পাশাপাশি ইটভাটা গুলোকে এস্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয় ও কার্যক্রম বন্ধ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ এবং গাজীপুর র্যাব-১ এর সদস্যবৃন্দ ও আনসার ব্যাটেলিয়ন এর সদস্য।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান, এই অভিযান অব্যাহত থাকবে।