কলম্বাস ওহাইও থেকে, নিজস্ব প্রতিবদেক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯: সম্প্রতি বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইওর নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে সভাপতি পদে ফয়সাল আরাফাত ও সাধারন সম্পাদকে পদে মনিরুল ইসলাম মনি নির্বাচিত হন । কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, ইশফাক ইসলাম( সহ-সভাপতি) জয় আনম (কোষাধ্যক্ষ) তানিয়া সিদ্দিকা পিয়া (সাংস্কৃতিক সম্পাদক) ও কার্য নির্বাহী সদস্য ইয়াসিন আহমেদ। এন্ডমেনড কিমিটি চেয়ারমেন পদে এম রুস্তম আলী ও সদস্য পদে লিটন কবির নির্বাচিত হন । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান, কমিশনের অন্য দুই সদস্যরা হলেন রেজা হাসান ও ফজলুল হক ।