মোমেন খান | নরসিংদী প্রতিদিন -
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেন, যারা এখনও সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত আছেন, ভাল হয়ে যান। আর ছাড় দেওয়া হবে না। যারা ভাল হয়ে যাবেন, তাদের পাশে আমি আছি। আমি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আওয়ামীলীগ ঐক্য বদ্ধ আছে, তাই কেউ অপরাধ করে রেহাই পাবেন না। অপরাধ করলে, দলের হলেও আমরা পাশে থাকব না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর মডেল থানার আয়োজনে মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মাদক, উগ্রবাদ, মুক্ত সমাজ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, সন্ত্রাস মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অব্যহত থাকবে । কোন ধরনের গডফাদারের স্থান শিবপুরে হবে না। যত বড় শক্তিশালী হোক না কেন তাকে গ্রেফতার করতে আমি দ্বিধা করবো না। সময় আছে ভাল হয়ে যান। শিবপুর উপজেলা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে প্রলয় কুমার জোয়ারদার বলেন, জনগণ থানায় আসলে তাদের সেবা দিবেন। দুর্নীতি বা হয়রানী করবেন না । থানায় মানুষ বিপদে পড়ে আসে, সময় কাটাতে বা ঘুরতে আসেনা । সুন্দর আভাস ভূমি গড়তে হলে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে । আইনকে শ্রদ্ধা করলে কেউ অপরাধ করতে পারে না । যারাই অপরাধ করবে তারা যত প্রভাবশালীই হোক সোজা কারাগারে । নরসিংদীর মাটিতে কোন ধরনের সহিংসতা করে কেউ পার পাবে না । চোর, ডাকাত, খুনী, সন্ত্রাসী, নারী উত্যক্তকারি, ধর্ষক, চাঁদাবাজ যত বড় ছত্র ছায়ায় থাকুক তাদের ধরে আইনের কাঠগড়ায় দাড় করানো হবে । তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী সদা তৎপর । সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। তাহলেই অপরাধ সহনীয় পর্যায়ে থাকবে । আমি জনগণের টাকায় চাকরি করি। তাই কোন গডফাদারের স্থান নরসিংদীতে হবে না। সাবধান হয়ে যান। না হলে পরিনাম খুব ভয়াবহ হবে । আমি যতদিন নরসিংদী আছি কোন দুর্নীতি হতে দেব না । কোন পুলিশ দুর্নীতি করলে তাকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে । বর্তমান সরকার বাংলার প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা আইন অমান্যকারীকে কোন প্রশ্রয় দিচ্ছেন না। সে যতই শক্তি শালী হোক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন (শিবপুর – মনোহরদী সার্কেল) মেজবাহ উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন শিবপুর
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব
হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান তাপসী রাবেয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী । উক্ত অনুষ্ঠানে জেলা, উপজেলা , ইউনিয়ন, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।