1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় জাওয়ানসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৮ পাঠক

আন্তর্জাতিক ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মধ্যে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি রেঞ্জার্সরা। গোলাবর্ষণে এক ভারতীয় জাওয়ানসহ তিন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
সূত্রের খবর, বুধবার (২৫ ডিসেম্বর) রাত থেকেই উত্তর-কাশ্মীরের উরি সেক্টরে মার্টার হামলা ‍শুরু করে পাকিস্তানি ফৌজ। ভারী মেশিনগান থেকে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি চালাতে থাকে পাক রেঞ্জার্সরা। ওই হামলায় এক ভারতীয় জাওয়ানসহ মোট তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এছাড়া হামলায় আতঙ্ক চড়িয়েছে সীমান্ত লাগোয় গ্রামগুলিতে। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ এলাকায় চলে গেছে।

এদিকে, পাক হামলার কড়া জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ। ভারতের তরফ থেকেই মর্টার ও মেশিনগান দিয়ে হামলা চালানো হচ্ছে। এহেন পরিস্থিতিতে ফের যুদ্ধের পরিস্থিতি তিরি হয়েছে সীমান্তে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত হুঁশিয়ারি দিয়েছিলেন যে পাক সীমান্তে পরিস্থিতি খারপ হতে পারে। সেই আশঙ্কা সত্যি করেই হামলা শুরু করেছে পাকিস্তানে।

উল্লেখ্য, সদ্য জম্মু ও কাশ্মীর থেকে ৭২ কোম্পনি সেনা প্রত্যাহার করেছে কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং কাশ্মীর থেকে সঙ্গে সঙ্গে ৭ হাজার সেনাকর্মীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে মঙ্গলবার কাশ্মীরের স্বরাষ্ট্র সচিব ও মুখ্যে সচিবের সঙ্গে বৈঠক করা হয়। কথা বলা হয় ডিজিপির সঙ্গে। তারা প্রত্যেকেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আশ্বস্ত করেন। পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে। তারপরই নেওয়া হয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD