শেখ মানিক | নরসিংদী প্রতিদিন -
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীর শিবপুর সদরে ডাকবাংলো এলাকার সৈয়দ মোস্তফার ছেলে মেহেদী হাসান উদয় হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. শিহাব (২৩)কে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে পুলিশের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে। পরে নরসিংদী কোটে পাঠানো হয় এবং থানা পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মুঞ্জর করেন।
গ্রেফতারকৃত শিহাব শিবপুর ভূইয়া মার্কেট এলাকার বাদল সরকারের ছেলে। সে উদয় হত্যার পর থেকেই পলাতক ছিল।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, সত্যতা নিশ্চিত করে বলেন, শিহাবকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচদিনের রিমান্ডে নেবার অনুমতি চাওয়া হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় উদয়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এর আগে রিফাত (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে। মামলা নং ০৫,তারিখ ১৩/১২/১৯ইং।