স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
শনিবার ২৬ ডিসেম্বর ২০১৯:
নরসিংদীর বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, রেল স্টেশনসহ শহরের ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে নরসিংদী শহরের বিভিন্ন পয়েন্টে এসব কম্বল বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামেরী হাসান, সহকারী কমিশনার শাহ আলম মিয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে শীতার্তদের জন্য কম্বর বিতরণ শুরু করা হয়েছে। এরই ধারবাহিকতায় আজ প্রায় ১৫ শত র্শীতার্তের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এবছর জেলার ৬টি উপজেলায় ৩৩ হাজার কম্বল বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।