আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ :
নরসিংদীর বেলাব উপজেলায় দরিদ্র ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে তারুণ্য ৭১ সংগঠন। শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১০ টায় বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যায়ের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব দুঃস্থ জনগোষ্ঠীর মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
তারুণ্য ৭১ সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক নূর মোহাম্মদ অভি’র সঞ্চালনায় ও হাজী মো: রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব উপজেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি , পৃষ্ঠপোষকতায় চর উজিলাব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল কাসেম আলকাছ। আরো উপস্থিত ছিলেন কবির হোসেন, মিলন মিয়া, জাকির হোসেন, বাচ্ছু মিয়া, মো: মাছুম শাহ প্রমুখ।