নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯: জয়পুরহাটে মাদক বিরোধী বশেষ অভিযানে ৩১ জন মাদকসেবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃতরা গভীর রাতে আটাপাড়া, চেঁচড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের আসর বসিয়ে মাদক সেবন করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ৩১ জন মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার পর পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র্যাব’রএই কর্মকর্তা।