জাহিদ হাসান সরকার | নরসিংদী প্রতিদিন–
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯: নরসিংদী জেলার মনোহরদী-বেলাব উপজেলার নেতা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর ভাই শিল্পপতি ও ব্যবসায়ী খায়রুল মজিদ মাহমুদ আবারও ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৯-২০২০ সালের জন্য ওই পদে নির্বাচিত হন তিনি। এ নিয়ে ঢাকা ক্লাবের সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন তিনি। খায়রুল মজিদ মাহমুদ কাল্ডওয়েল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।