নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ন্যূনতম পরিবেশ তৈরি হয়নি দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ফজলে বারী মাসউদ। একই সঙ্গে বিদ্যমান নির্বাচন কমিশনের কাছেও ভালো কিছু আশা করছে না তিনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার পর তিনি এসব কথা বলেন।
এবার নির্বাচন স্বচ্ছ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা তো আমাদের দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত ইতিহাস সেটা বলে না। শুধু আমরা না, গোটা দেশবাসীই এ ব্যাপারে শঙ্কা যুক্ত।
তিনি আরো বলেন, দেশবাসীই আশঙ্কা করছেন যে, এই নির্বাচন কমিশনের অধীনে ভালো কিছু আশা করা যায় না। তারপরও আমরা নির্বাচন করছি এ জন্য যে, যেহেতু আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, এটা নির্বাচনের একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা অংশ নিচ্ছি।
তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পরে দেশের মানুষের ভোটের ব্যাপারে ন্যূনতম আস্থা আছে বলে আমরা বিশ্বাস করি না। আমাদেরও সেই আস্থা এখনও অর্জিত হয়নি। এখনও নির্বাচনের ন্যূনতম পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করি না।
তিনি আরো বলেন, নির্বাচনের যে আমেজ থাকা উচিত, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা থাকা উচিত, তার ন্যূনতম নেই বললেই চলে।
ইভিএম আস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের পক্ষে-বিপক্ষে বলার চেয়ে বড় বিষয় হলো নির্বাচন কমিশন চাইলে ইভিএম দিয়েও স্বচ্ছ নির্বাচন করতে পারে, আবার ইভিএম ছাড়াও স্বচ্ছ করতে পারে। দায়িত্বটা নির্বাচন কমিশনের।