নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরের শীতলক্ষ্যা নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ অভিযান আজ সোমবারও অব্যাহত ছিল।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া, গোদনাইল ও বন্দরের সোনাচড়া ও লক্ষণখোলা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে রাখা বালি জব্দ করে নিলামে বিক্রি করা হয়। এ সময় ৪টি ড্রেজার, ৫ শতাধিক বর্গফুট ড্রেজারের পাইপ, বাশের পাইলিং গুড়িয়ে দেয়া হয়।
এছাড়া জব্দকৃত ৪টি ড্রেজার, ২টি বালিবোঝাই বাল্কহেড, স্তুপ করা বালি নিলামে ৪ লাখ ৩৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
অভিযানকালে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।