মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন–
বুধবার, ১লা জানুয়ারী ২০২০ :
নরসিংদীতে ভোরের পাখি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নতুন বছর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) বিকাল ৩ টায় নরসিংদী নবাব বাড়ি কামাল উদ্দিন ভূইয়া ঈদগাহ মাঠে প্রিতি ম্যাচটি শুরু হয়। প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোধক হিসাবে ছিলেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান, নরসিংদী জেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ কামাল উদ্দিন ভূইয়া, ভোরের পাখি ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি মোঃ মালেক মিয়া , সহ-সভাপতি ও জেলা যুবলীগের কার্যকরী সদস্য মোঃ এরশাদ মিয়া প্রমুখ। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ খেলাটি উৎসবমুখর পরিবেশে উপভোগ করে। প্রীতি ম্যাচটিতে ভোরের পাখি ফ্রেন্ডস ক্লাব জুনিয়র একাদশের সাথে ৩-২ গোলে বিজয়ী হয়েছে ভোরের পাখি ফ্রেন্ডস ক্লাবের সিনিয়র একাদশ ।