মোঃ আলমগীর পাঠান, | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ০১ জানুয়ারি ২০১৯ :
এসো বই পড়ি , নতুন জীবন গড়ি , মননশীলতার পরিচর্চা হোক পাঠাগারের হাত ধরে” এ শ্লোগানে সামাজিক ও শিক্ষার মান উন্নয়নে অবদান রাখতে “পল্লীশিবপুর আদর্শ পাঠাগার” এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা জানুয়ারি) বিকাল ৩ টায় নরসিংদীর শিবপুর দক্ষিণ পাড়া উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নুরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লীশিবপুর আদর্শ পাঠাগারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উত্তর বাখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃমোঃশহিদুল আলমের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জুয়েল প্রধান,প্রধান আলোচক ছিলেন উত্তর বাখরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ১নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম মিয়া,সাবিক সহযোগিতা আশিকুর রহমান দুলাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।