শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ০১ জানুয়ারি ২০১৯ :
নরসিংদীর শিবপুরে ব্যাংক এশিয়া লিমিটেড এর পক্ষ থেকে শিবপুর কলেজ গেইট সংলগ্ন বস্তির আশেপাশের শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। ১লা জানুয়ারি সন্ধ্যায় কম্বল বিতরণ করেন শিবপুর মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল,শিবপুর মডেল থানার ওসি তদন্ত মোমিনুল হক, ব্যাংক এশিয়া মনোহরদী উপজেলার হাতিরদিয়া শাখা ব্যবস্থাপক মো.মামুনুর রহমান ভূঞা, মেসার্স ফাইক এন্টারপ্রাইজ এর পরিচালক মো. আবুল কাশেম শেখ। শীতবস্ত্র পর্যায়ক্রমে জেলা ও উপজেলার শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান ব্যাংক এশিয়া কর্মকর্তা।