শিবগঞ্জ (বগুড়া) | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০১৯:
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশে কোন বাঁশের সাঁকো থাকবে না, খুঁজে খুঁজে সকল বাঁশের সাঁকোতে ব্রিজ নির্মাণ করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতার দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অর্জুনপুর করতোয়া নদী ঘাটে ৭২মিটার স্প্যান ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মন্ত্রী এ কথা বলেন।
এদিন দুপুরে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসার রিপুসহ অনেকে।
করতোয় নদীর ওপর সেতু নির্মাণে সাড়ে ৬ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স সাবরিনা ও ইসলাম টের্ডাস যৌথভাবে সেতু নির্মাণের কাজ পেয়েছে। সেতুটি নির্মাণ হলে পৌর এলাকাসহ আশপাশের ২০ গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবে।
এর আগে পরিকল্পনামন্ত্রী শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।