নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০১৯: নরসিংদীর মাধবদীতে খড়িয়া বাজারে ওয়ালটনের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করা হয়। ভাই বোন ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধীকারি আবু বকর রনির পরিচলানায়,এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর বাতিঘর মাধবদী থানা শাখার সভাপতি ও মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ জাকারিয়া, কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর রশিদ মোল্লা, ওয়ালটন বাংলাদেশ এর কুমিল্লা জোনের প্রিন্সিপাল সিনিয়র অফিসার (এসি ডিভিশন) মোঃ সাফায়েত আলী, কাঁচপুর ওয়ালটন প্লাজার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ শামিম মিয়া, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক নুরে আলম,সাংবাদিক হুমায়ুন কবির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ শো রুমের কর্ণধার আবু বকর রনি বলেন, ওয়ালটন পরিবার সর্বাত্মকভাবে চেষ্টা করছে সম্মানিত ক্রেতা/ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদা অনুযায়ী টেকসই অথচ মূল্যসাশ্রয়ী ওয়ালটন পণ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেবার। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় খড়িয়া বাজারে এর শো রুম শুভ উদ্বোধন করা হয়েছে। যা ইতিমধ্যেই এলাকাবাসির মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।