নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগকে বহু অপবাদ দেয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু কোনও জুলুম-নির্যাতন-নিপীড়নে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি।’
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রস্তুতি নিয়ে আয়োজিত এ আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- মানুষের এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি বলেই বারবার মানুষের সমর্থন পেয়েছি।’
আশির দশকের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘১৯৮১ সালে দলের দায়িত্ব নিয়েছিলাম। তখনও এই চিন্তা মাথায় ছিল না যে, আমাকে কোনও কিছু হতে হবে বা পেতে। শুধু দেশের মানুষের জন্য কাজ করে যেতে চেয়েছি। দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা, আজকে সেটা আমরা করতে পেরেছি। সেই উন্নয়ন গোটা বিশ্বে আজ স্বীকৃতি পেয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজকে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে, একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে। দল শক্তিশালী থাকলে সেটা সরকারের বড় শক্তি। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও আজ সংঘবদ্ধ।’
আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।