মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ :
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগান কে সামনে রেখে শিবপুর উপজেলায় গড়বাড়ী তাজবিদুল কোরআন দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, মাদ্রাসার সুপার মোহাম্মদ আলাউদ্দিন।
মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম সোহাগ বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এই প্রথম গড়বাড়ী তাজবিদুল দাখিল মাদ্রাসায় ১ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্য্যক্রম চালু করেছি, শিক্ষার্থীরা ভর্তি ফি ও বেতন ছাড়াই শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং ১ম শ্রেনী হইতে ৪র্থ শ্রেনীতে নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যাবস্থা নেয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য অভিভাবক সহ সকলের সহযোগিতা আশা প্রকাশ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।