1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ২২০ পাঠক

আন্তর্জাতিক ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,৪ জানুয়ারি ২০২০:
ইরাকের মার্কিন দূতাবাসে হামালার পর কয়েক দফায় মধ্যপ্রাচ্যে সেনা পাঠায়েছে আমেরিকা। শুক্রবার ইরাকের বিমানন্দরে ইরানের আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে শনিবার ফের মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাক অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হুমকি বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব সেনা মোতায়েন করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।

শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি’র কমান্ডার কাসেম সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন। এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান অনিবার্য পদক্ষেপের পরিকল্পনা করছে যাতে আমেরিকান নগরিকদের ওপর হুমকি তৈরি হয়। এর আগে গত সপ্তাহে ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে কুয়েতে অতিরিক্ত প্রায় ৭৫০ সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। নতুন করে অতিরিক্ত তিন হাজার সেনা তাদের সঙ্গে যোগ দেবে বলে ধারণ করা হচ্ছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD