নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৫ জানুয়ারী ২০২০ :
গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন সড়ক সংলগ্ন ইউনিটির কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের ১৫ দিন পর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির গত রবিবার সকাল ১১টায় শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.জুবের আলম ।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক আল-আমিন দেওয়ান, মঞ্জুর হোসেন কাজী, শহিদুল ইসলাম, বিজয় সাহা প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল কবীর , মোঃ আবদুূর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ লোকমান হোসেন পনির, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সাজ্জাত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রচার ও প্রকাশনায় মোঃ মাহাবুবুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন- আব্দুল গাফফার, বিল্লাল হোসেন, রতন আকন্দ, মনির হোসেন, নূর মুহাম্মাদ শেখ কাজল, আজগর হোসেন পাঠান, মোঃ খোরশেদ আলম ।
উল্লেখ্য , পরে দুপুরে নব নির্বাচিত কমিটির সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক এর সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।