নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,৫ জানুয়ারী ২০২০:
নরসিংদীর পলাশে এতিম-দুস্থ অসহায় শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার(৪ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর বাতিঘর সংগঠনের উদ্যোগে উপজেলার জিনারদী ইউনিয়নের নগরনরসিংহপুর হাফিজিয়া এতিম খানা মাদ্রাসায় এ বস্ত্র বিতরণ করা হয়। এসময় এতিম-দুস্থ অসহায় শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দেন বাতিঘর কর্মীরা। এ কর্মসুচীতে অংশনেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদীর বাতিঘরের উপদেষ্টা ড. মশিউর রহমান মৃধা,নরসিংদীর বাতিঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি,অর্থ সম্পাদক হোসাইন মুসা,নরসিংদী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বাতিঘর মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক ও মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার, পলাশ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক, পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এতিম শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে মাজহারুল পারভেজ মন্টি বলেন, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা যদি একজন করে এগিয়ে আসে। তবে নরসিংদী জেলায় কোনো দুস্থ ও অসহায় থাকবে না। তাই, মানবতার টানে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে আহ্বান জানান তিনি।