সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০১৯
নরসিংদীর পলাশে জাঁকজমক পরিবেশে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেল ৩টায় ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কোয়াটার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক হাজেরা আক্তার সুমা, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, ঘোড়াশাল পৌর কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম, আব্দুর রফিক ভূঁইয়া (মুক্তিযোদ্ধা), শহিদুল ইসলাম রুমেল, মহিলা কাউন্সিলর সুরাইয়া মফিজ, কবি শাহ্ বোরহান মেহেদী প্রমুখ।
টান টান উত্তেজনাপূর্ণ খেলায় দুই দলের কেউ গোল করতে না পেরে ট্রাইবেকারে খেলা শেষ হয়। এতে চামরাব ইয়ুথ ক্লাবকে পরাজিত করে রাবান প্রগতি সংঘ সেমিফাইনাল নিশ্চিত করে।