1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২০২০ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ১৮১ পাঠক

সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০১৯ :
বাংলাদেশ শিশু একাডেমি ও নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা -২০২০ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানার আলীর সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, বিয়াম ল্যাবরেটরি স্কুল পলাশ এর প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সানের বাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানাসহ পলাশ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষিকাগণ।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পলাশ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম শ্রেনী থেকে দশম শ্রেনীর ৭৯ জন শিক্ষার্থী ১ম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষ এসব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং অংশগ্রহণকারী ২৩৭ জন শিক্ষার্থীকে সনদ পত্র দেওয়া হবে।
উল্লেখ্য বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ বছর মোট ৩০টি বিষয়ে দেশের সব উপজেলা/ থানা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। এখান থেকে বিজয়ী শিক্ষার্থীরা জেলা এবং বিভাগ ভিত্তিক প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে এবারের জাতীয় শিশু পুরস্কার-২০২০ এর।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD