সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৯ :
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এ র্যালি পলাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর ভাষন প্রদর্শনের মধ্যদিয়ে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করা হয়।
শেষে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আলীর সভাপতিত্বে উপজেলা শহীদ মিনার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম শফি,পলাশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আমিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, কবি শাহ্ বোরহান মেহেদী, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।