নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানিকগঞ্জে এক বিশাল মিছিল করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।
শুক্রবার সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাসুদুর রহমান, মুমিনুল ইসলাম খোকন, অভিজিৎ সরকার, সহ-সম্পাদক কাজী জুনাইদ হোসেন প্রতীক, প্রচার সম্পাদক রিপন আলী, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির সহ অসংখ্য নেতাকর্মী।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশের এক ঐতিহাসিক দিন। এ দিনটি আমরা যথাযথ ভাবে পালন করব।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন,বঙ্গবন্ধুরর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমাদের কাছে এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। বাংলাদেশের ইতিহাসে এ দিনটির গুরুত্ব অনেক।