শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ১৭ মার্চ জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুযারি শুক্রবার বিকেলে র্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। ক্ষণগণনা উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল ও মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রমুখ।