এস এম প্রভাত. আড়াইহাজার থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণ গণনা উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন এ প্রতিবেদককে জানান, আড়াইহাজার উপজেলা সদরে কয়েক হাজার লোকের সমাগম হবে ক্ষণ গণনার দিন। ঢাকায় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর শতবার্ষিকীর ক্ষণ গণনার উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করা হবে। এর জন্য মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে স্থাপন করা হয়েছে মুজিবমঞ্চ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
ইউএনও সোহাগ হোসেন আরো জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় (কোনো একক উপজেলায়) দেশের সর্বোচ্চ সংখ্যক মোট ১৫ টি ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। দুইটি পৌরসভায় ও ১০ টি ইউনিয়ন পরিষদের সামনে একটি করে এবং উপজেলা পরিষদের সৌজন্যে পায়রা চত্বর, উপজেলা পরিষদ এবং সহকারি কমিশনার (ভূমি) অফিসের সামনে একটি করে ক্ষণ গণনার যন্ত্র স্থাপন করা হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে দিবসটি উদযাপনের বিভিন্ন কর্মসূচীর ব্যবস্থা করেছে।