মোঃ মোখলেছুর রহমান | নরসিংদী প্রতিদিন –
শনিবার,১১ই জানুয়ারী ২০২০: টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরো পাঁচ মুসুল্লী মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনদিনে ইস্তেমা ময়দানে ৯ মুসুল্লীর মৃত্যু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় আগত আরো পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। অসুস্থ্য জনিতসহ বিভিন্ন কারণে তারা মারা গেছেন বলে জানা গেছে। ফজরের নামাজের পর দুইজনের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর চারগাছ থানার বন কিশোর এলাকার আব্দুর রাজ্জাক (৬৭) এবং রাতে মৃত্যুবরণকারী মুসল্লিরা হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানার বড়তোল্লা এলাকার মো. শাহজাহান (৬০)।
আজ শনিবার সকালে মারা গেছেন বরিশালের গৌরনদী থানার খালিজপুর এলাকার আলী আজগর (৭০) ও নারয়নগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান এলাকার মো. ইউসুফ আলী মেম্বার (৪৫)। এ নিয়ে এবারের ইস্তেমায় ৯ মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার বাদ ফজর ভারতে মাওলানা আব্দুর রহমানের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের ইস্তেমা।