মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
শনিবার -১১ই জানুয়ারী ২০২০ইং :
নরসিংদীতে মেয়র কামরুজ্জামান প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় নরসিংদী মোসেলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রিমিয়ার লীগ ফাইনাল খেলার উদ্ভোধক হিসেবে ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন (কমিশনার), নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী জেলা মহিলালীগের সভাপতি মোসাঃ সুমি সরকার ফাতেমা, সাধারণ সম্পাদক মোসাঃ ইয়াসমিন সুলতানা, নরসিংদী শহর ছাএলীগ সভাপতি রাজিব সরকার প্রমুখ।
খেলাটিকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়, এসময় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ খেলাটি উপভোগ করে। খেলাটির আয়োজক ছিলো নরসিংদী স্পোর্টস একাডেমি।