এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে সংসদ সদস্য আলহা্জ্ব নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহীন সুলতানা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ উজ্জল হোসেন, ওসি নজরুল ইসলাম, পিআইও আবু ছাঈদ মল্লিক প্রমুখ।। আলোচনা সভা শেষে আড়াইহাজার শিল্পকলা একাডেমির শিল্পীদেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।