স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
সোমবার ১৩ জানুয়ারী ২০২০:
ফর্মহীনতায় ভুগছেন জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। চলতি বঙ্গবন্ধু বিপিএলেও তার পারফর্মেন্স মোটেও ভালো নয়। বিপিএলের ইতিহাসে এক বাজে রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ‘ডাক’ মারার ক্ষেত্রে পেছনে ফেলেছেন সবাইকে। এটা এমন এক রেকর্ড, যা কেউ চায় না।
বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে শূন্য রানে আউট হয়েছেন এনামুল। এই নিয়ে বিপিএলে ১১টি ডাক মারলেন তিনি। রেকর্ডটিতে এতদিন যৌথভাবে ছিল তার নাম। ১১ নম্বর ডাক মেরে এনামুল এবার সেটি একার করে নিয়েছেন। শীর্ষস্থান থেকে মুক্তি পেয়ে দুইয়ে নেমে এসেছেন ১০ ডাক মারা ইমরুল।
ইমরুলের নাম এই বিব্রতকর রেকর্ডে জড়ালেও চলতি বিপিএলে দারুণ খেলছেন এই ওপেনার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন তিনি। তবে ডাকের রেকর্ড গড়তে এনামুল আর ইমরুলের প্রায় কাছাকাছি সময় লেগেছে। এনামুল ১১ ডাক মেরেছেন ৮০ ইনিংসে, আর ইমরুল ১০ ডাক মারতে খেলেছেন ৭৮ ইনিংস। এই রেকর্ডের তিনে থাকা সাব্বির রহমান ৭৭ ইনিংসে ৯ বার শূন্য রানে আউট হয়েছেন।