বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
সোমবার ১৩ জানুয়ারী ২০২০:
জয়া আহসান এপারের অভিনেত্রী হলেও কলকাতার শীর্ষ তারকাদের মধ্যে এরইমধ্যে জায়গা করে নিয়েছেন। নতুন বছরের শুরুতেই আমদানি ছবি হিসেবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো জয়ার কলকাতার ছবি ‘রবিবার’র। নানান কারণে তা পিছিয়ে যায়। তবে নতুন খবর হচ্ছে ফের মুক্তির তারিখ পেয়েছে ‘রবিবার’।
জানা গেছে, ছবিটি এ মাসের শেষ শুক্রবার অর্থাৎ আসছে ৩১ জানুয়ারি মুক্তি পাবে। যেখানে অভিনয় করেছেন জয়া আহসান ও টলিউড সুপারস্টার প্রসেনজিৎ। বাংলাদেশে ‘রবিবার’ মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট।
প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন খবরটি নিশ্চিত করেছেন।
মামুন বলেন, ‘আমরা গত মাসেই মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়ে গিয়েছিলাম। কিন্তু লিখিত কাগজ পেতে একটু দেরি হয়ে গেলো। যাই হোক এ সপ্তাহেই আমরা ছবিটি সেন্সরের জমা দিবো।’
এই সিনেমা দিয়ে কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিতের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জয়া। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। সিনেমাটি পশ্চিমবঙ্গ সিনেমা হলে গত ২৭ ডিসেম্বর মুক্তি পায়।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায় ‘রবিবার’ ছবিটি বাংলাদেশে আনা হচ্ছে। এর বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত, তারিক আনাম খান ও স্পর্শিয়া অভিনীত ‘আবার বসন্ত’।