শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৩ জানুয়ারি ২০১৯ :
নরসিংদীর শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ১৩ জানুয়ারি সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.হূমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, ওসি তদন্ত মমিনুল হক, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান বৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।