মানিকগঞ্জ | নরসিংদী প্রতিদিন-
সোমবার ১৩ জানুয়ারী ২০২০:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। সোমবার, ১৩ জানুয়ারি সকালে উদ্বোধন উপলক্ষে উপজেলার উথলী বাজারের আল মুজাদ্দেদ মার্কেটে এজেন্ট মেসার্স জোনাব আলী এন্ড কোং এক আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর হেড অফ এজেন্ট ব্যাংকিং ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর মানিকগঞ্জ শাখার ভিপি ও ব্রাঞ্চ ম্যানেজার শেখ আজমল ইসলাম, এভিপি ও হেড অফ এজেন্ট এ্যাকুইজিশন মাসুদুর রহমান।
উথলী বাজার মিতালী সমবায় সমিতির সভাপতি এডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাস, এজেন্ট মো. আতাউর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।